6 January 2010

যশোর এম এম কলেজে ছাত্রলীগ—শিবিরের সংঘর্ষে আহত ৮

যশোর অফিস | তারিখ: ০৬-০১-২০১০

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে আজ বুধবার সকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে আটজন আহত হয়েছে। আহতদের মধ্যে একজন ছাত্রলীগের ও সাতজন শিবিরের কর্মী। ছাত্রলীগ শিবিরের চারটি মেস ভাঙচুর করেছে।

আহতদের মধ্যে পাঁচজনের পুরচয় পাওয়া গেছে। তারা হলেন ছাত্রলীগ কর্মী নিয়াজ মোহাম্মদ সায়েন ও শিবির কর্মী আবু ইসহাক খান, শফিকুল ইসলাম, ইকবাল হোসেন ও জাবেদ হোসেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে ক্যাম্পাসে শিবির নতুন কয়েকটি টেন্ট বসায়। আজ সকালে টেন্টগুলোতে ছাত্রলীগ হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছাত্রলীগ এ সময় কলেজ ক্যাম্পাসের পার্শ্ববর্তী শিবিরের চারটি মেস ভাঙচুর করে। উভয়পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় ছাত্রলীগের কর্মীসহ আটজন আহত হয়।
পরে শিক্ষক কাউন্সিল এক সভা করে তিন দিনের জন্য কলেজে সব ধরণের ক্লাস বন্ধ ঘোষনা করে।
এর আগে বিজয় দিবসে ছাত্রলীগ এমএম কলেজকে শিবিরমুক্ত করার ঘোষণা দেয়।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন