4 January 2010

বিভিন্ন সংগঠনের বিবৃতিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর লাঞ্ছিতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৪-০১-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। গত শনিবার ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা তাঁদের লাঞ্ছিত করেন।

গতকাল রোববার দেওয়া বিভিন্ন সংগঠনের বিবৃতিতে প্রক্টর ও সহকারী প্রক্টরকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে জড়িত শিবির নেতা-কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক-সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা সত্যিকার অর্থেই দুঃখজনক।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এক বিবৃতিতে বলেন, শিবির মুখে ইসলামি আদর্শের কথা বললেও বাস্তবে তাদের কথায় এবং কাজের মধ্যে মিল নেই।

খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন