রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৩-০১-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে ছাত্রলীগের একজন নেতার মারধরের ঘটনার তিন দিন পর ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন অপর দুই শিক্ষক। তাঁরা হলেন প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের নেতা-কর্মীরা মিছিল করার সময় দুই শিক্ষক এতে বাধা দিতে গেলে এ ঘটনা ঘটে। ক্যাম্পাসে বর্তমানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিবির এই মিছিল বের করে।
এর আগে গত বুধবার একই বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক অনুপম হীরা মণ্ডলকে মারধর করেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার উপ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক এমদাদ হোসেন।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে শিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম ওরফে গোলাপের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী ক্যাম্পাসে মিছিল বের করে। একপর্যায়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্সের সামনে গেলে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ক্যাম্পাসে এসব কর্মকাণ্ড চালাতে নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শিবিরের নেতা-কর্মীরা প্রক্টর ও সহকারী প্রক্টরের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা প্রক্টর ও সহকারী প্রক্টরকে ধাক্কা মারে। এ সময় দুই শিক্ষক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, ‘শিবিরের মিছিলে বাধা দিতে গেলে সংগঠনের নেতা-কর্মীরা আমাদের সঙ্গে চরম অসৌজন্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, যা খুব দুঃখজনক।’ তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে এখন সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এর পরও শিবিরের নেতা-কর্মীরা তা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল বের করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে তাঁরা জানান।
ক্যাম্পাসে মিছিল বের করার সত্যতা স্বীকার করে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসে মিছিল বের করলে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। শিবিরের বেলায় কেবল বাধা দেওয়া হয়। প্রক্টর ও সহকারী প্রক্টরকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তাঁদের সঙ্গে শিবিরের নেতা-কর্মীর বাগিবতণ্ডা হয়েছে মাত্র।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন