30 December 2009

ময়মনসিংহ মেডিকেল কলেজে হল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ৯ জন আহত

ময়মনসিংহ অফিস | তারিখ: ৩০-১২-২০০৯

ময়মনসিংহ মেডিকেল কলেজের ‘প্রধান ভবন’ হলের পাঁচটি কক্ষের দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় চাপাতি, দা ও হকিস্টিকের আঘাতে নয়জন গুরুতর আহত হয়। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্র জানায়, ছাত্রলীগের ‘জাহিদ গ্রুপ’ গতকাল মঙ্গলবার রাতে প্রধান ভবন হলের কয়েকটি কক্ষ দখলের পরিকল্পনা করে। এ উদ্দেশ্যে তাঁরা সেখানে পৌঁছালে মেডিকেল কলেজের ফিজিও হল থেকে নাফিজ গ্রুপের ক্যাডাররা প্রধান ভবনে গিয়ে জাহিদ গ্রুপের ওপর হামলা চালান। ময়মনসিংহ মেডিকেল কলেজে নাফিজ গ্রুপটি ছাত্রদল-শিবির ক্যাডারদের সমন্বয়ে গঠিত বলে জানা যায়। এরপর ‘শুভ’ নামের এক ক্যাডারের নেতৃত্বে ছাত্রলীগের অপর একটি গ্রুপ ছাত্রদল-শিবির সমর্থিত নাফিজ গ্রুপের সঙ্গে এক হয়ে জাহিদ গ্রুপের ওপর হামলা চালালে সংঘর্ষ ভয়াবহ রূপ নেয়।

আজ বুধবার কলেজে নিয়মিত ক্লাস চললেও ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, এ ব্যাপারে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ।

খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন