নিজস্ব প্রতিবেদক, বগুড়া | তারিখ: ২২-১২-২০০৯
বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগ ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার রাতে আরও পাঁচ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঘটনার দিন রোববার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গত রোববার কলেজে উভয় পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে ওই দিন থেকে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ সম্পর্কে আমার দেশ পত্রিকায় একটি খবর প্রকাশের প্রতিবাদে কলেজের ছাত্রলীগের কর্মীরা রোববার দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা কলেজের মূল ভবনের সামনে জড়ো হয়ে আমার দেশ পত্রিকার একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ক্যাম্পাসে মিছিল করে ছাত্রশিবির। পাল্টাপাল্টি স্লোগানের একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এভাবেই উভয় পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ অন্তত অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন