22 December 2009

সরকারি আযিযুল হক কলেজঃ সংঘর্ষের ঘটনায় শিবিরের ৯৮ নেতা-কর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, বগুড়া | তারিখ: ২২-১২-২০০৯

বগুড়ার সরকারি আযিযুল হক কলেজে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ৯৮ জন নেতা-কর্মীসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত রোববার রাতে ওই মামলায় শহরের জামিল নগর এলাকা থেকে আনোয়ার হোসেন ও ইসমাইল হোসেন নামের দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংঘর্ষের পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও গতকাল সোমবার ক্যম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বগুড়া সদর থানা সূত্র জানায়, রোববার রাতে শিবিরের ৯৮ জন নেতা-কর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করে ছাত্রলীগ। ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুন্নবী রাসেলের করা ওই মামলায় শিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মানিক মিয়া এবং সাবেক শিবির নেতা ও বর্তমান পৌর কাউন্সিলর এরশাদুল বারীকে আসামি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা কলেজ চত্বরে অবস্থান নেন। তাঁরা দুপুর পর্যন্ত দুই দফা মিছিল ও সমাবেশ করেন। ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শহরের জামিলনগর ও সবুজবাগ এলাকায় গতকাল বেশ কয়েকবার মহড়া দিয়েছেন শিবিরের নেতা-কর্মীরা।

বগুড়া সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, শিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কলেজ ক্যাম্পাস ও এর আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে আমার দেশ পত্রিকায় একটি খবর প্রকাশের প্রতিবাদে রোববার কলেজ ছাত্রলীগের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে শিবিরের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন