17 December 2009

মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেবে ছাত্রশিবির!


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৭-১২-২০০৯

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির কুমিল্লা শহর শাখা মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। ২৫ ডিসেম্বর বিকেল চারটায় কুমিল্লা শহরের একটি রেস্তোরাঁয় ওই অনুষ্ঠান আয়োজন করা হবে। একই সঙ্গে ছাত্রশিবির বীর শহীদদের স্মরণে কুমিল্লার দলীয় কার্যালয়ে ২৫ ডিসেম্বর আলোচনা সভা ও দোয়ার আয়োজন করবে।

গত মঙ্গলবার কুমিল্লার একটি স্থানীয় দৈনিক পত্রিকায় ছাত্রশিবির এ সম্পর্কিত একটি বিজ্ঞাপনও ছাপায়। এতে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের নাম নিবন্ধনের জন্য ২১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়।

এ ব্যাপারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা শহর শাখার সভাপতি নাছির আহমেদ মোল্লা বলেন, ‘গত বছর এটা ঢাকা থেকে শুরু হয়েছে। এবার কুমিল্লায় আমরা প্রথমবারের মতো আয়োজন করেছি।’
আমরা মুক্তিযোদ্ধার সন্তান কুমিল্লা শাখার সভাপতি তারিকুর রহমান বলেন, ‘এটা তাদের রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ইসলামী ছাত্রশিবির তো মুক্তিযুদ্ধের চেতনাই বিশ্বাস করে না। তাদের পূর্বসূরিদের ইতিহাস সবারই জানা। এ প্রজন্মকে বিভ্রান্ত করতে শিবির এ ধরনের উদ্যোগ নিয়েছে।’

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক সফিউল আহামেদ প্রথম আলোকে বলেন, ‘লোক দেখানো এসব অনুষ্ঠান বাংলার মুক্তিকামী মানুষ তথা মুক্তিযোদ্ধারা মেনে নেবেন না। হঠাত্ করে তাদের এসব অপতত্পরতা কী কারণে, সেটা সবাই জানে।’


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন