16 December 2009

চাঁদপুরে জেএমবি সন্দেহে গ্রেপ্তার শিবির নেতা রিমান্ডে

চাঁদপুর প্রতিনিধি | তারিখ: ১৬-১২-২০০৯

নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কার্যক্রমে জড়িত সন্দেহে গ্রেপ্তার চাঁদপুরের হাইমচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেনকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মো. মোজাম্মেল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবালকে হাইমচর থানায় ডেকে এনে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ।ইকবাল চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের বাসিন্দা। পুলিশ তাঁর কাছ থেকে চাঁদপুর সরকারি কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রথম বর্ষের পরিচয়পত্র উদ্ধার করেছে।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, পুলিশের কাছে অভিযোগ রয়েছে, ইকবাল উপজেলার আলগী বাজার এলাকার ফারুক-ই আজম মাদ্রাসায় জেএমবির প্রশিক্ষণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম চালান। এর ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাওগাতুল আলমকে নিয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। কিন্তু ইকবাল পালিয়ে যান।

ওসি জানান, অভিযানের সময় ইকবালকে দাখিল পরীক্ষার্থী বলে দাবি করেন মাদ্রাসার তত্ত্বাবধায়ক উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. ওয়ালী উল্যাহ। কিন্তু ছাত্র হাজিরা বই তল্লাশি করে তাঁর তথ্যের সত্যতা মেলেনি। পরে মাদ্রাসার পাশের সিদ্দিকী আকবর এতিমখানায় ইকবালের কক্ষে তল্লাশি চালিয়ে শিবিরের বিভিন্ন প্রকাশনা জব্দ করা হয় এবং মাদ্রাসার তত্ত্বাবধায়ককে ২৪ ঘণ্টার মধ্যে ইকবালকে থানায় হাজির করার নির্দেশ দেওয়া হয়। সোমবার সন্ধ্যায় মাদ্রাসার তত্ত্বাবধায়ক ও উপজেলা জামায়াতের নেতারা ইকবালকে থানায় নিয়ে এলে পুলিশ তাকে আটক করে।

মো. ওয়ালী উল্যাহ প্রথম আলোকে জানান, মাদ্রাসায় থেকে ইকবাল উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনা করেছে। জেএমবির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন