9 August 2009

কোচিং সেন্টারগুলোতে অভিযান

আলোকিত প্রতিবেদক | তারিখ: ০৯-০৮-২০০৯

নগরের কোচিং সেন্টারগুলোর ভ্যাট ফাঁকি রোধে সক্রিয় হয়ে উঠেছে কর্তৃপক্ষ। সদরঘাট ও কোতোয়ালি সার্কেলের ভ্যাট কর্মকর্তারা গত বুধ ও বৃহস্পতিবার বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়েছেন। কোচিং সেন্টারের আয়, ভ্যাট ও কর ফাঁকি বিষয়ে তাঁরা ব্যাপক অনুসন্ধান করেন। এর ফলে প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক বিরাজ করছে। তবে কর বিভাগের কোনো তত্পরতা এখনো দেখা যায়নি।

উল্লেখ্য, গত ২ আগস্ট প্রথম আলোর ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রামে ‘চকবাজারে কোচিং সেন্টারের হাট, আয় কোটি টাকা হলেও কর দেয় না এক টাকাও’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।

সূত্র জানায়, চকবাজারের শিবির নিয়ন্ত্রিত ইনডেক্স, রেটিনা, ফোকাস, প্রবাহ ছাড়াও ইউসিসি, ঢাকা কোচিং, বিটি, সেঙ্গুইন, সেঙ্গুইন প্লাসসহ প্রায় ৪০টি কোচিং সেন্টারে অভিযান চালান সংশ্লিষ্টরা। ভ্যাট কর্মকর্তারা জানান, কোচিং সেন্টারের শিক্ষার্থী সংখ্যা, আয়-ব্যয়ের হিসাব, কোন কোন প্রতিষ্ঠান ভ্যাট দেয়, কারা দেয় না, কারা কত টাকা ফাঁকি দিচ্ছে— এসব বিষয়ের নথিপত্র খতিয়ে দেখা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরঘাট সার্কেলের ভ্যাট ও কাস্টমস কর্মকর্তা জসিম উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমাদের সাত-আট সদস্যের একটি দল ভ্যাট ফাঁকি দেওয়া কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযানে নেমেছে। দুদিনে বহু প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এখন থেকে এ অভিযান নিয়মিত চলবে।’


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন