নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ০৯-০৮-২০০৯
সিলেটের মদনমোহন কলেজে ইসলামী ছাত্রশিবির কর্মীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়ার জের ধরে গতকাল শনিবার তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসান নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ দাবি করেছে, শিবিরকর্মীদের হামলায় তাদের কর্মী আবদুর রহমান ও হাসান গুরুতর আহত হয়েছেন। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসান সম্প্রতি শিবির ছেড়ে ছাত্রলীগে যোগ দেন। এর জের ধরে গতকাল সকালে হাসানকে মারধর করে শিবিরকর্মীরা। এ ঘটনা জানতে পেরে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি অরুণ দেবনাথসহ কয়েকজন নেতা শিবিরের নেতাদের সঙ্গে কথা বলতে গেলে শিবিরের কয়েকজন কর্মী তাঁদের ওপরও হামলা চালায়। এর জের ধরে ক্যাম্পাসে শিবির ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে প্রায় ২০ মিনিট পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়লে নিরাপত্তার স্বার্থে কলেজ কর্তৃপক্ষ পাঠদান বন্ধ করে শিক্ষার্থীদের কলেজ থেকে নিরাপদে চলে যেতে নির্দেশ দেয়। পরে পুলিশ এলে পরিস্থিতি শান্ত হয়। ঘটনার পর প্রশাসনিক কমিটি জরুরি বৈঠক করে আগামী মঙ্গলবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করে।
কলেজের অধ্যক্ষ আতাউর রহমান পীর প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি শান্ত করতে মঙ্গলবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’
ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি অরুণ দেবনাথ বলেন, শিবিরকর্মীদের হামলায় আহত ছাত্রলীগের দুই কর্মী আবদুর রহমান ও হাসানকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শিবিরের সাবেক সভাপতি মন্জুর নেতৃত্বে শিবিরকর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়।
মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও শিবিরের নেতা মন্জু এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে ছাত্রশিবিরের দাবি, তাদের কয়েকজন কর্মীও আহত হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন