নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ১৪-০৮-২০০৯
কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন একটি মেসে গত বুধবার রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবির নেতা-কর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের নয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে সালমানপুর গ্রামের ‘আধুনিক মেস’-এ অর্থনীতি বিভাগের ছাত্র ও শিবিরকর্মী জামাল হোসেনের সঙ্গে একই বিভাগের ছাত্রলীগকর্মী মুহিনের নোট নিয়ে ঝগড়া হয়। এরপর মুহিনকে মেস থেকে বের করে দেন জামাল। খবর পেয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুর রহমান এবং সাধারণ সম্পাদক আল আমিন ওই মেসে যান।
ছাত্রলীগ নেতা আল আমিন অভিযোগ করেন, শিবিরকর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে হিসাববিজ্ঞান প্রথম বর্ষের ছাত্র মাহবুবুল আলম, অর্থনীতি দ্বিতীয় বর্ষের ছাত্র ইসরাফিল হোসেন, অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র মুহিন, ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম এবং ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাসান আহত হন। এঁরা সবাই ছাত্রলীগকর্মী বলে তিনি দাবি করেন।
তবে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কমিটির প্রধান এবং কোটবাড়ী শিবিরের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা মেসে হামলা চালান। এতে তাঁদের কর্মী ইংরেজি প্রথম বর্ষের ছাত্র সাব্বির, অর্থনীতি প্রথম বর্ষের ছাত্র ওয়ালিউর রহমান মামুন, লোকপ্রশাসন বিভাগের মোস্তফা কামাল ও অর্থনীতির ছাত্র জামাল হোসেন আহত হন।
কুমিল্লার সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত্ হোসেন খান জানান, থানায় কোনো মামলা হয়নি। বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন