সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ দুই শিবির ক্যাডার, তালিকাভুক্ত ডাকাতসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, গত মঙ্গলবার সকালে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শিবির ক্যাডার আবু তাহের ওরফে আদাইয়াকে গ্রেপ্তার করা হয়। সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের এওচিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকার একটি পেয়ারা বাগান থেকে তাঁকে গ্রেপ্তার করেন। আদাইয়ার বিরুদ্ধে খুনসহ ১০টি মামলা আছে।
এ ছাড়া আরেক শিবির ক্যাডার মহিউদ্দীন ওরফে ফল মহিউদ্দীনকে তাঁর স্ত্রীর করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ একই দিন উপজেলার খাগরিয়া ইউনিয়নের গণিপাড়ায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত ডাকাত মোহাম্মদ ইউনুসকে (৩৫) গ্রেপ্তার করে। ইউনুসের বিরুদ্ধে খুন ও ডাকাতির চারটি মামলা রয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন