নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হত্যা, জরুরি বিধিমালাসহ ১২ মামলার আসামি সাতকানিয়ার ছাত্রশিবির ক্যাডার এনামুল হক ওরফে কালা এনামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে সাতকানিয়া থেকে চট্টগ্রাম নগরীতে আসার পথে পটিয়া এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল ওয়াদুদ ভুঁইয়া বলেন, ‘হত্যাসহ একাধিক মামলার আসামি কালা এনাম। এ কারণে তাঁকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম।’
কারাগারে আটক জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী কালা এনাম দেড় বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তিনি যুবদল নেতা লিয়াকত হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। সাতকানিয়া কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি এনাম বিগত জোট সরকারের আমলে নিজেকে শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী দাবি করতেন। বালুমহাল দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন