7 June 2009

কারারক্ষীর নামফলক ছিঁড়ে ফেললেন শিবির নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কারাগারে গতকাল শনিবার দুপুরে এক কারারক্ষীকে নাজেহাল করেছেন নাছিরউদ্দিন ওরফে শিবির নাছির। বশির আহমদ নামের ওই কারারক্ষীর কলার চেপে ধরে বুক থেকে নামফলক ছিঁড়ে ফেলেন তিনি। এতে কারাগারে উত্তেজনাকর পরিস্িথতির সৃষ্টি হয়।

কারাগারের দায়িত্বশীল সুত্র জানায়, তিন দিন আগে একজন কারারক্ষীর কাছে অনৈতিক সুবিধা দাবি করেন শিবির নাছির। তা পূরণ না হওয়ায় গতকাল কারারক্ষী বশিরকে নাজেহাল করেন। এর আগে গত শুক্রবার মোহাম্মদ আলী নামের আরেক কারারক্ষী শিবিরের শিপনের হাতে নাজেহাল হন।

চট্টগ্রাম কারাগারের জেলার মো. সোহেল রানা বিশ্বাস গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন অনৈতিক সুবিধা বন্ধ হওয়ায় শিবির নাছিরসহ কয়েকজন দুর্ধর্ষ সন্ত্রাসী বেপরোয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে আমাদের কয়েকজন কারারক্ষী নাছিরসহ কিছু বন্দীর হাতে নাজেহাল হয়েছে। তারা ঘটনা ঘটিয়ে অনশন করারও চেষ্টা চালায়। আমরা সেই চেষ্টা সফল হতে দিচ্ছি না। পাশাপাশি আমাদের কারারক্ষীরা ধৈর্যের পরিচয় দিচ্ছে।’

শিবির নাছির ছাড়াও মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি বাইট্টা আলমগীর, সোলায়মান, শিপনসহ দুর্ধর্ষ ক্যাডাররা চট্টগ্রাম কারাগারে অস্িথতিশীল পরিস্িথতি সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছেন বলে জানা গেছে। এঁদের কয়েকজন চট্টগ্রামের চাঞ্চল্যকর আট খুন ও অধ্যক্ষ গোপালকৃষ্ণ মুহুরী হত্যার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি। বিগত সময় তাঁরা কারা অভ্যন্তরে মাদক গ্রহণ, কক্ষের ভেতর রান্নাবান্না ছাড়াও বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন। সম্প্রতি এসব বন্ধ হওয়ায় তাঁরা বেপরোয়া হয়ে ওঠেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী এ ব্যাপারে অবগত আছেন বলে জানান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কারাবন্দী কেউ গন্ডগোল পাকানোর চেষ্টা করলে তাঁকে আমরা চট্টগ্রাম কারাগার থেকে অন্যত্র সরিয়ে দেব।’

শিবির নাছির ৩৬টি মামলার আসামি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটি অস্ত্র মামলায় তাঁর ১০ বছরের কারাদন্ড হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন