31 January 2008

মুক্তিযুদ্ধ সম্পর্কে অবমাননাকর বক্তব্য: জামায়াতপন্থী তিনজনের বিরুদ্ধে মামলা, আদালতে হাজির হওয়ার নির্দেশ

আদালত প্রতিবেদক

ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ্ আবদুল হান্নানসহ তিনজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় মানহানির মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে রাজধানীর মোহাম্মদপুর থানার গজনবী রোডের বাসিন্দা মো. আবু শহীদ বিল্লাহ এ মামলা দায়ের করেন। মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী গতকাল বাদীর অভিযোগ আমলে নিয়ে আসামিদের আগামী ৩০ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। অন্য আসামিরা হচ্ছেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির আইন বিভাগের ডিন ড. এ বি এম মাহাবুবুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ মশিউল আলম।

আবু শহীদ বিল্লাহ সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৩৬ বছর পর বিভিন্নভাবে বিভিন্ন সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে কুটক্তি এবং অবমাননাকর বক্তব্য দিচ্ছেন। এ কারণে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।

বাদী শহীদ বিল্লাহ বলেন, গত ২৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর পলিসি স্টাডিজে আয়োজিত ‘মানবাধিকার ও ন্যায়বিচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জামায়াতপন্থী ড. মাহাবুবুল ইসলাম দাবী করেছেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেওয়া অপরাধ হতে পারে না। লাখো প্রাণের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। একজন মুক্তিযোদ্ধা কখনো এ ধরনের স্বাধীনতাবিরোধী বক্তব্যের পর ঘরে বসে থাকতে পারে না। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের স্বীকৃতিস্বরূপ সাতজন বীরশ্রেস্ম্ খেতাবে ভুষিত হন। নয় মাস যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের জন্ন হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, গোলটেবিল বৈঠকে গত বছরের ১৩ নভেম্বর আসামি শাহ হান্নান মুক্তিযুদ্ধ সম্পর্কে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের কোনো আইন না থাকায় সে সময়কার অপরাধের কোনো বিচার করা যাবে না।’ বাদী তাঁর আরজিতে বলেন, যুদ্ধের সময় কোনো আইন ছিল না বলে কি স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল-শামস্দের বিচার করা যাবে না? ওই সময় আইন ছিল না বলে কি দেশের নীরিহ মানুষকে হত্যা, র্ধষণ, লুটপাটের কোনো বিচার হবে না? ওই সময় আইন ছিল না বলে কি মানবতাবিরোধী অপরাধ বৈধ ছিল?

বাদী শহীদ বিল্লাহ বলেন, অগ্নিসংযোগ, নারী ধর্ষণকে ইসলাম ধর্ম সমর্থন করে না। অথচ ইসলামের ধ্বজাধারী জামায়াতের এসব ব্যক্তি মুক্তিযোদ্ধাদের চরিত্র হনন করে বক্তব্য দিচ্ছেন। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছেন।

মামলার আরজিতে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কটুক্তি করায় তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে এ মামলা করেছেন।

এদিকে দুই মুক্তিযোদ্ধাকে হত্যার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় আগামী ২৭ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বিচারিক হাকিম আশিকুল খবির এ আদেশ দেন।

সংশ্লিস্ট জিআরও শাখার উপপরিদর্শক (এসআই) রবীন্দ্রচন্দ্র সাহা জানান, ঘটনার প্রাথমিক সত্যতা বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করেছেন। মামলাটি যেহেতু স্পর্শকাতর, তাই নিয়মানুযায়ী তদন্তকারী কর্মকর্তা তাঁর মতামত জানিয়েছেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন