নরসিংদী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে জেলা জামায়াতের আমির আ ফ ম আবদুর ছাত্তার, জেলা শিবিরের সেক্রেটারি আবুল হাসেনসহ দলের কমপক্ষে ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। একই সঙ্গে জামায়াত সমর্থকদের ছোড়া ইটপাটকেলে সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, উপপরিদর্শক আনোয়ার হোসেন, বিপ্লব কুমার দত্তসহ পুলিশের আট সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল মালেকসহ ৩২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। গতকাল সন্ধ্যায় শহরের পুরাতন ডাকঘর এলাকায় পুলিশ ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও জামায়াত নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেল ৫টার দিকে জেলা জামায়াতের আমির আবদুর ছাত্তারের নেতৃত্বে শহরের ব্রাহ্মন্দী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম শেষে পুরনো ডাকঘর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশ শুরু করার কিছু সময় পরই পুলিশ দুদিক থেকে জামায়াতের নেতা-কর্মীদের ধাওয়া করে। জামায়াতের নেতা-কর্মীরা পুলিশের হামলার জবাবে ইটপাটকেল ছোড়ে। প্রায় ৩০ মিনিটব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন