নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা ও রাজশাহী | তারিখ: ০৯-১১-২০১০
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের এক নেতাকে গতকাল সোমবার গ্রেপ্তার করা হয়েছে।
আশাশুনি উপজেলার জামায়াতে ইসলামীর কার্যালয়ে থেকে রোববার রাতে গোপনে বৈঠক করার সময় ছাত্রশিবিরের ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
আশাশুনি থানার ওসি ফজলুর রহমান জানান, গতকাল তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশের ওপর হামলার মামলায় রাজশাহী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শাহ্ আলমকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে।
No comments:
Post a Comment
মন্তব্য করুন