সিলেট অফিস
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের আরো ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাঁরা হলেন জামায়াতের উত্তর জেলা সেক্রেটারি সৈয়দ ফয়জুল্লা বাহার, জামায়াত-শিবিরের কর্মী তাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, খালেদ সাইফুল্লাহ, রেজাউল ইসলাম, জুনায়েদ আহমেদ, শামসুর ইসলাম, বেলাল আহমেদ ও সালমান রহমান সানি।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট কোতোয়ালি থানায় তাঁদের হস্তান্তর করা হয়। বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
র্যাব-৯ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার পর সিলেট নগরীর সুবিদবাজার, কুমারগাঁও ও শেখঘাটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি শিক্ষার্থীদের স্বাগত জানাতে গিয়ে গত সোমবার সকালে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়।
No comments:
Post a Comment
মন্তব্য করুন