6 November 2010

তদন্তদলের কাছে সাক্ষ্য: নিজামীর নির্দেশে সাঁথিয়ায় ব্যাপক হত্যাযজ্ঞ চলে

পাবনা ও আঞ্চলিক প্রতিনিধি

মুক্তিযুদ্ধের সময় পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন জায়গায় গণহত্যা, লুট, ধর্ষণ, অগি্নসংযোগসহ মানবতাবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ডে জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্তদল। এ ছাড়া জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মাওলানা আবদুস সুবাহান, রফিক উন-নবী বাবলু, মাওলানা ইসাহাক আলীসহ আরো কয়েকজনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।
ট্রাইব্যুনালের তদন্তদল গতকাল শনিবার নিজামীর নিজ এলাকা সাঁথিয়ার বিভিন্ন বধ্যভূমি ও গণকবর পরিদর্শনের পাশাপাশি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণের পর স্থানীয় ডাকবাংলোয় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এর আগে তদন্তদল সাঁথিয়ার ডেমরা বাউসগাড়ি, ধুলাউড়ি, করমজা, শহীদনগর গ্রামে গণকবর ও বধ্যভূমি, রাজাকার-আলবদর ক্যাম্প পরিদর্শন এবং মুক্তিযোদ্ধা ও শহীদদের স্বজনদের সাক্ষ্য গ্রহণ করেন। তদন্তদলের কাছে প্রত্যক্ষদর্শীরা জানায়, মুক্তিযুদ্ধ চলাকালে নিজামী-সাত্তার গং সাঁথিয়ার অনেক মুক্তিকামী মানুষকে হত্যা করে। পাশাপাশি অর্থের লোভ দেখিয়ে অনেককে তাদের দলে ভেড়ায়।
গণকবর পরিদর্শনকালে তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, স্থানীয় প্রবীণ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য থেকে জানা গেছে, ১৯৭১ সালের ১৪ মে পাকিস্তানি হানাদার ও তাদের দোসর আসাদ রাজাকারের নেতৃত্বে ডেমরার বাউসগাড়ি গ্রামে এক রাতেই প্রায় ৯০০ মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়। ঘাতকরা হিন্দু ও মুসলমানদের পৃথক লাইনে দাঁড়
করিয়ে ব্রাশফায়ার করে। পৃথক গর্ত করে তাদের মাটিচাপা দেওয়া হয়। একইভাবে ধুলাউড়ি ও করমজা গ্রামেও প্রায় ২০০ মুক্তিকামী মানুষকে হত্যা করা হয়। এই ঘটনাসহ এ অঞ্চলের সব গণহত্যার সঙ্গে মতিউর রহমান নিজামীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা এসব ঘটনায় নিজামীর সহচর হিসেবে মাওলানা আবদুস সুবাহান, মাওলানা ইসাহাক আলী, মোহম্মদ রফিক উন নবী, আবদুস সাত্তারসহ আরো অনেকের নাম প্রকাশ করে।
তদন্তদল সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জামালউদ্দিনসহ ২০ শহীদ পরিবারের সদস্যদের সাক্ষ্য গ্রহণ করে। তাঁরা জানান, কেবল সাঁথিয়া নয়, পাবনা জেলার সব গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজামী দায়ী।

No comments:

Post a Comment

মন্তব্য করুন