শেরপুর প্রতিনিধি | তারিখ: ০৬-১০-২০১০
শেরপুরে জামায়াতে ইসলামীর জেলা আমির মো. শাহাদাত হোসাইনসহ দলের আট নেতা-কর্মী গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ জুন জেলা শহরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে ত্রাস ও আতঙ্ক সৃষ্টির ঘটনায় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের আট নেতা-কর্মীকে গত রোববার দুই বছর করে কারাদণ্ড দেন দ্রুত বিচার আদালত। সাজা পাওয়া ব্যক্তিরা গতকাল দুপুরে শেরপুরের দ্রুত বিচার আদালতের বিচারক ও জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ইকবাল বাহারের আদালতে আত্মসমর্পণ করেন। আদালতের নির্দেশে বিকেলে তাঁদের শেরপুর জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমির আবদুল কাদের, উপজেলা সেক্রেটারি রুহুল আমীন, পৌর আমির আফছার উদ্দিন, শেরপুর সদর (পূর্ব) আমির আবদুল আউয়াল, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশতাক আহমেদ, জামায়াতের কর্মী লাভলু মিয়া ও পরাগ মিয়া।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে গত ৩০ জুন দলের নেতা-কর্মীরা শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় শেরপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সজীব খান বাদী হয়ে দ্রুত বিচার আইনে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন