Mon, Sep 27th, 2010 5:10 pm BdST
টাঙ্গাইল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করায় দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে মানহানী ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে টাঙ্গাইলে মামলা দায়ের হয়েছে।
সোমবার সকালে মুখ্য বিচারিক হাকিম 'ক' অঞ্চল আদালতে মামলাটি দায়ের করা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. ফজলুল হক বীরপ্রতীক।
মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক কাউছার আহমেদ।
মামলার আবেদনে বাদী বলেন, "১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে বাংলাদেশ স্বাধীন করে। এই বিষয়টি বিবাদী ব্যারিস্টার ফখরুল ইসলাম অবগত থাকার পরও মুক্তিযুদ্ধকে অস্বীকার করার উদ্দেশ্যে চিহ্নিত স্বাধীনতা বিরোধী ও যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীদের পক্ষে মামলা পরিচালনা করছেন। এর মধ্য দিয়ে কার্যত তিনি বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান ও সরকারকেই অস্বীকার করছেন।
গত ২২ সেপ্টেম্বর ঢাকায় স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানির এক পর্যায়ে ব্যারিস্টার ফখরুল ইসলাম বলেন, ''একাত্তর সালে যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ভারতের। মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণায় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলা হয়নি।"
উক্ত বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ করেন ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি নিজামুল হকসহ অনেকে।
মামলার আবেদনে বাদী আরো বলেন, "বিবাদীর এ বক্তব্য গত ২৩ সেপ্টেম্বর বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। বিবাদীর এ বক্তব্যে প্রমাণিত হয় বিবাদী বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, সরকার ও প্রচলিত আইনকে অস্বীকার করে রাষ্ট্রদ্রোহীতামূলক অপরাধ করে বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন।"
মামলা দায়েরের পর জেলার মুক্তিযোদ্ধা ও আইনজীবীরা আদালত প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন। পরে তারা ব্যারিস্টার ফখরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৭০০ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন