20 September 2010

যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন গোলাম আযম

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বেইলি রোডের নতুন কার্যালয়ে গতকাল রবিবার সাংবাদিকদের তিনি বলেন, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে।
ট্রাইব্যুনালের তদন্ত অগ্রগতি ও অভিযুক্তদের গ্রেপ্তার বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, প্রথম পর্যায়ে মূলত মানবতাবিরোধী অপরাধে যুক্ত শীর্ষ ২০ চিহ্নিত যুদ্ধাপরাধীর ব্যাপারে তদন্ত চলছে। সেক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি হয়েছে। গোলাম আযম পূর্ব পাকিস্তান রক্ষা কমিটির উদ্যোক্তা ছিলেন। স্বাধীনতার পরও তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। তাঁর আদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, অগি্নসংযোগসহ বিভিন্ন অপকর্ম সংঘটন করতে আলবদর, রাজাকারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গোলাম আযমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুরের তদন্তকাজ শেষ হয়েছে। এসব এলাকার নির্যাতিতরা তদন্ত কর্মকর্তাদের কাছে নির্মম নির্যাতনের বর্ণনা ও সাক্ষ্য দিয়েছেন।
আব্দুর রাজ্জাক জানান, তদন্ত কর্মকর্তারা ময়মনসিংহের মুক্তাগাছা জমিদার বাড়ির আমবাগানসংলগ্ন একটি কূপ পরিদর্শন করেছেন। সেখানে ১৯৭১ সালে মানুষ হত্যা করে পুঁতে রাখা হয়েছিল। আরেক অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধেও প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে পিরোজপুরে অনুসন্ধান চলেছে। জামায়াত নেতা কামারুজ্জামানের ব্যাপারেও অনেক তথ্য পাওয়া গেছে। সারা দেশেই অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য সংগ্রহের কাজ চলছে।
বেইলি রোডের কার্যালয়ে গতকাল দুপুরে ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তাদের মধ্যে এএসপি মো. নুরুল ইসলাম ও ইন্সপেক্টর শ্যামল চৌধুরী উপস্থিত ছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানান, একাত্তরে মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের হোতা ছিলেন গোলাম আযম। তাঁর সার্বিক নেতৃত্বেই সব কিছু হয়েছে। তাঁর বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা হবে। তারপর পরোয়ানা জারির মাধ্যমে তাঁকে গ্রেপ্তার করা যাবে।
যুদ্ধাপরাধীদের তালিকা প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, প্রথম পর্যায়ে ২০ জনের যে তালিকা করা হয়েছে, তাঁদের মধ্যে চারজন কারাগারে আছেন। মুক্তিযুদ্ধের সময় তাঁদের মাধ্যমে সংঘটিত অপরাধের গুরুত্ব অনুধাবন করে এ তালিকা করা হয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন