21 August 2010

রানী ভবানী মহিলা কলেজ: বোরকা না পরলে আসতে মানা

নাটোর প্রতিনিধি

নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজে সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলায় ছাত্রীদের অংশ নেওয়ার ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। অধ্যক্ষ মোজাম্মেল হক মাস দুয়েক আগে কলেজে যোগ দেওয়ার পরেই নির্দেশ দেন, বোরকা পরে আসতে হবে ছাত্রীদের। এ নির্দেশ না মানায় অনেককেই ঢুকতে দেওয়া হয়নি কলেজে। শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ 'অবাধ্য' ছাত্রীদের গায়ে হাত তুলতে পর্যন্ত দ্বিধা করছেন না।

কলেজের আড়াই শ শিক্ষার্থী এসব অভিযোগসংবলিত একটি চিঠি গত ৭ আগস্ট শিক্ষা সচিব বরাবর কুরিয়ারে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত সমস্যার কোনো সুরাহা হয়নি। ছাত্রীদের লেখা চিঠির একটি অনুলিপি কালের কণ্ঠ প্রতিনিধির হাতে এসেছে। চিঠিতে শিক্ষার্থীরা লিখেছে, জুন মাসে রানী ভবানী সরকারি কলেজে যোগ দেন অধ্যক্ষ মোজাম্মেল হক। এরপরই তিনি ছাত্রীদের বোরকা ও মার্কিন সাদা কাপড়ের স্কার্ফ পরে আসার নির্দেশ দেন। নির্দেশ অমান্যকারীদের কলেজ গেট থেকে বিদায় করে দেওয়া হয়। দুই-একজন ছাত্রী তাঁর চোখ এড়িয়ে কলেজে ঢুকে পড়লে অধ্যক্ষ অকথ্য ভাষায় গালিগালাজ ও গায়ে হাত তোলেন।

চিঠিতে আরো বলা হয়েছে, অধ্যক্ষ কলেজে মেয়েদের সব ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছেন। অভিযোগে বলা হয়, অধ্যক্ষ মোজাম্মেল হক কলেজ হোস্টেলের মেয়েদের জানান না দিয়েই অনেকের কক্ষে ঢুকে পড়েন। এতে বিব্রতকর অবস্থায় পড়ছে ছাত্রীরা। শিক্ষা সচিবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে গত বৃহস্পতিবার কয়েকজন ছাত্রী স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানায়। নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রীরা জানায়, অনেক মেয়ে অধ্যক্ষের কারণে কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে।

অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানতে কলেজে গেলে শিক্ষকরাও ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁরা জানান, অধ্যক্ষের আচরণের প্রতিবাদ করতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষককেও হেনস্থা হতে হয়েছে। কলেজের কম্পিউটার বিষয়ের শিক্ষক বিকাশ জ্যোতি কুণ্ডু কালের কণ্ঠকে বলেন, 'এ অবস্থা পরিবর্তনের ক্ষমতা আমাদের নেই। আপনি কলেজের মেয়েদের প্রশ্ন করলেই সব কিছু জানতে পারবেন।' সেখানে উপস্থিত আরো দুই শিক্ষক বিকাশ জ্যোতি কুণ্ডুর বক্তব্য সমর্থন করেন। তবে তাঁরা নাম প্রকাশ করতে রাজি হননি।

এ ব্যাপারে অধ্যক্ষ মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, কলেজের কিছু শিক্ষক তাঁর পেছনে লেগেছেন। তিনি অবশ্য স্বীকার করেন, মেয়েদের বোরকা পরে আসতে ও খেলাধুলা না করে পড়াশুনায় মন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ছাত্রীদের শারীরিক নির্যাতন করার অভিযোগ ঠিক নয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন