22 July 2010

পাবনায় জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলা আমিরসহ পাঁচ জামায়াত নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে শহরের জেল গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঈশ্বরদী থানার একটি হত্যা মামলার পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশ ঈশ্বরদী পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো_পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আবদুল গাফফার খান, জামায়াত কর্মী জুবায়ের, আশরাফুল ইসলাম, মাহমুদ আলী ও ওমর আলী। সংশ্লিষ্ট বিষয়ে আলাপকালে ঈশ্বরদী থানার ওসি সামিউল আলম জানান, চলতি বছরের ৯ জুন পাকশী মেরিন পাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবক খুন হয়। এ হত্যা মামলায় পুলিশ বুধবার সকালে তাদের গ্রেপ্তার করে। অপরদিকে জামায়াত নেতারা অভিযোগ করেছেন, গ্রেপ্তার হওয়া আবদুল গাফফার খান কারাবন্দি ছিলেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন