26 July 2010

চাঁদপুরে পাঁচ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা

Mon, Jul 26th, 2010 6:23 pm BdST

চাঁদপুর, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে হত্যার অভিযোগে পাঁচ 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে চাঁদপুরের একটি আদালতে।

সোমবার জেলা বিচার বিভাগীয় হাকিম মুরশিদুল আলমের আদালতে মামলাটি দায়ের করেন ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামের প্রয়াত মো. আহসান উল্লাহ পাটোয়ারীর স্ত্রী ফিরোজা বেগম।

আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ফরিদগঞ্জ থানাকে।

মামলার আসামিরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামের মো. নুরুল ইসলাম, উত্তর বদরপুর গ্রামের মাওলানা মো. নুরুল আমিন, বারপাইকা গ্রামের মো. নুরু খলিফা, ছেলে মো. সুলতান ফকির এবং লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব চরপাতা গ্রামের মো. জয়নাল।

এছাড়া অজ্ঞাত আরো ১০/১২ জনকেও আসামি করা হয়। সাক্ষী করা হয়েছে ১২ জনকে।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামে বাংলা ১৩৭৭ সালের ১৫ শ্রাবণ দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাক হানাদার বাহিনীর সহযোগিতায় আসামিরা বাদীর ঘরে হামলা, গরু-ছাগল লুটপাট ও ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় তারা বাদী ফিরোজার স্বামী মো. আহসান উল্লাহ পাটোয়ারীকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে লাশ ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

এছাড়া ওই অভিযুক্তরা একই গ্রামের বারেশ চন্দ্রের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করে এবং বারেশ চন্দ্রের তিন ছেলে হরেকৃষ্ণ, জগা ও মদনকে গুলি করে হত্যার পর লাশ ডাকাতিয়া নদীতে ফেলে দেয়।

ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এখনো আদালতের নির্দেশ পাওয়া যায়নি। নির্দেশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮১৮ ঘ.

No comments:

Post a Comment

মন্তব্য করুন