16 July 2010

সাতক্ষীরায় জামায়াত ও ছাত্রশিবিরের ২০ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা | তারিখ: ১৬-০৭-২০১০


সাতক্ষীরা জেলা জামায়াতের কার্যালয় ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সন্ধ্যায় জামায়াত কার্যালয় থেকে ১৪ জনকে এবং ভোররাতে নিজ বাড়ি থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জামায়াতের রুকন সদর উপজেলার আগড়দাঁড়ি গ্রামের আকরামুজ্জামান, কামাননগর এলাকার মাহবুবুর রহমান, দহকুলার মো. সাহাজাহান, জাহানাবাজের আবদুর সবুর, রইচপুরের নূরুল হক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আলী খান জানান, তাঁরা খবর পান জামায়াতের কর্মীরা জেলা জামায়াত কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালাতে গোপন বৈঠক করছেন। সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। ওসি জানান, তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হবে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন