14 July 2010

চট্টগ্রামে শিবিরের ১৪ হিযবুত তাহ্রীরের দুই কর্মীর রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে আরো ১৪ জামায়াত-শিবিরকর্মী ও হিযবুত তাহ্রীরের দুই কর্মীর রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম আজিজুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী কালের কণ্ঠকে জানান, নগরীর কোতোয়ালি থানার পুলিশি কাজে বাধাদান ও হামলার প্রস্তুতির মামলায় ১৪ জামায়াত-শিবিরকর্মীর এবং হালিশহর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে নগরীর কোতোয়ালি থানার মামলায় হিযবুত তাহ্রীরের দুই কর্মী কাজী আহমেদ ইরফান করিম ও মোহাম্মদ হোসেনকে চার দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৬ জুলাই নগরীর লাভ লেইন এলাকায় মিছিল করার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন