12 July 2010

ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলাতেও গ্রেপ্তার সাঈদী

আদালত প্রতিবেদক

ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান গতকাল রবিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সাঈদীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া আবেদন গ্রহণ করেছেন। তিনি ১৫ জুলাই সাঈদীকে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে ওই দিন রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন।

তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে বলেন, ড. হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলার অধিকতর তদন্ত চলার সময়ে জানা গেছে, দেলাওয়ার হোসাইন সাঈদী বিভিন্ন ওয়াজ মাহফিলে ও জাতীয় সংসদে হুমায়ুন আজাদ সম্পর্কে উসকানিমূলক বক্তব্য দেন। হুমায়ুন আজাদ হত্যাচেষ্টার সঙ্গে জেএমবির প্রধান শায়খ আবদুর রহমানসহ জেএমবির শুরা সদস্যরা জড়িত ছিল। জামায়াত নেতাদের সঙ্গে জেএমবির গভীর সম্পর্ক রয়েছে। তাই হুমায়ুন আজাদের হত্যাচেষ্টায় জড়িতদের শনাক্তের জন্য সাঈদীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে ড. হুমায়ুন আজাদ বাংলা একাডেমীর একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলার শিকার হন। ওই ঘটনায় তাঁর ভাই মঞ্জুর কবির রমনা থানায় এ মামলা করেন।

No comments:

Post a Comment

মন্তব্য করুন