6 July 2010

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মিছিল পণ্ড করে দিল পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি চাঁপাইনবাবগঞ্জে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে গেছে। দুপুরে শহরের পুরাতন বাজার থেকে বের হওয়া মিছিলটি কিছুদূর পরই পুলিশি ধাওয়ায় পণ্ড হয়ে যায়। দুপুরে পুরাতন বাজার জামে মসজিদ থেকে বের হয়ে পুরাতন বাজার মোড়ে জমায়েত হয় জামায়াত-শিবির নেতা-কর্মী। শুরু হয় মিছিল। মিছিলটি আলিয়া মাদ্রাসা মোড়ের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ মিছিলকে ধাওয়া করে। আলিয়া মাদ্রাসা মোড়ের কাছে এসে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। সদর থানার ওসি বলেন, 'অপরিচিত লোকদের নিয়ে জামায়াত মিছিল করার চেষ্টা করে। আমরা লোকজন চিনতে পারিনি।'

No comments:

Post a Comment

মন্তব্য করুন