14 July 2010

দিনাজপুরে কলেজ থেকে ছুরিসহ শিবির কর্মী আটক



দিনাজপুর অফিস | তারিখ: ১৪-০৭-২০১০


দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে গতকাল মঙ্গলবার ধারালো অস্ত্রসহ ছাত্রশিবিরের একজন কর্মীকে আটক করেছে পুলিশ। আটক শিবিরের কর্মীর নাম আবদুস সবুর। তিনি অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বেলা ১১টার দিকে সবুর, কাইয়ুম, আবু বক্কর ও মতিনসহ চার-পাঁচজন শিবিরের কর্মী ক্যাম্পাসে ছাত্রলীগের কর্নারে আসেন। তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। খবর পেয়ে ছাত্রলীগের কলেজ শাখার সহ-সম্পাদক এম এ বারী ও মুসলিম হল শাখার সভাপতি জয়নুল আবেদীনসহ ১০-১৫ জন নেতা-কর্মী ঘটনাস্থলে আসেন। তাঁদের দেখে শিবিরের কর্মীরা সটকে পড়েন। তবে সবুরকে ধরে তাঁর দেহ তল্লাশি করে একটি ছুরি পাওয়া যায়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন