সিরাজগঞ্জ প্রতিনিধি
উল্লাপাড়ায় কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নামে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি। প্রশাসনের অনুমতি না থাকায় সকালে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মওলানা রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জনবিচ্ছিন্ন এ সরকার বাকশালী কায়দায় জনগণের মুখ বন্ধের পাঁয়তারা করছে। তিনি বলেন, 'উল্লাপাড়া ইকরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীরা উপস্থিত হলে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ সংগঠনটির ব্যানার খুলে নেয়।'
এদিকে উল্লাপাড়া থানার ওসি ব্যানার খুলে নেওয়ার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল চন্দ্র সরকার জানান, এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে আয়োজকরা প্রশাসনের কাছে অনুমতি নেয়নি।
No comments:
Post a Comment
মন্তব্য করুন