22 June 2010

উল্লাপাড়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি

উল্লাপাড়ায় কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নামে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষ পর্যন্ত হয়নি। প্রশাসনের অনুমতি না থাকায় সকালে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মওলানা রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জনবিচ্ছিন্ন এ সরকার বাকশালী কায়দায় জনগণের মুখ বন্ধের পাঁয়তারা করছে। তিনি বলেন, 'উল্লাপাড়া ইকরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীরা উপস্থিত হলে পুলিশ এসে বাধা দেয়। এ সময় পুলিশ সংগঠনটির ব্যানার খুলে নেয়।'

এদিকে উল্লাপাড়া থানার ওসি ব্যানার খুলে নেওয়ার কথা অস্বীকার করেন। এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল চন্দ্র সরকার জানান, এ ধরনের অনুষ্ঠানের ব্যাপারে আয়োজকরা প্রশাসনের কাছে অনুমতি নেয়নি।

No comments:

Post a Comment

মন্তব্য করুন