17 April 2010

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' শিবির ক্যাডার জসিম নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুর্ধর্ষ শিবির ক্যাডার জসিম উদ্দিন ওরফে ফাইভ স্টার জসিম (৩০) নিহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে নগরীর বায়েজিদ ওয়াজেদিয়া কোরাইশ রোড এলাকায় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছে। জসিমের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয় বলে র‌্যাব জানায়। এ ব্যাপারে বায়েজিদ থানায় র‌্যাবের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রাম অঞ্চলের প্রধান লে. কর্নেল সাজ্জাদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, 'ফাইভ স্টার জসিম বড় মাপের সন্ত্রাসী। র‌্যাবের শীর্ষসন্ত্রাসীর তালিকায় তার নাম রয়েছে।

তাকে গ্রেপ্তারের জন্য র‌্যাব বেশ কিছুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল। অভিযানের সময় বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে।' তবে গতকাল বেলা ১২টা পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে ফাইভ স্টার জসিমকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছিল।

বায়েজিদ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রিটন সরকারের তৈরি করা সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহত অজ্ঞাতপরিচয় এই সন্ত্রাসীর গলায় দুটি, বুকে তিনটি ও পিঠের বামদিকে একটিসহ মোট ছয়টি গুলি বিদ্ধ হয়েছিল।

র‌্যাবের স্টাফ অফিসার এএসপি সাইদুল ইসলাম জানান, নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন অনন্যা আবাসিক এলাকার পাশে অস্ত্রধারী সন্ত্রাসীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য গোপন বৈঠক করছে_এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে যায়। র‌্যাব সদস্যরা ওই এলাকায় পেঁৗছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করতে গেলে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তাৎক্ষণিকভাবে র‌্যাব সদস্যরাও আত্দরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে প্রায় ১০ মিনিট গুলিবিনিময় চলে। একপর্যায়ে সন্ত্রাসীরা র‌্যাবের আক্রমণে টিকতে না পেরে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ও র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে গুলিবিদ্ধ সন্ত্রাসীকে পুলিশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শিবির ক্যাডার সাজ্জাদ খানের হাত ধরে অপরাধ জগতে আসে চালিতাতলী এলাকার বাসিন্দা নুরুল হক ওরফে লেদু মিয়ার ছেলে জসিম উদ্দিন ওরফে ফাইভ স্টার জসিম। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কমিশনার লিয়াকত আলী হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানায় ৯টি ও চান্দগাঁও থানায় চারটি মামলা। সর্বশেষ ২০০৩ সালের আগস্টে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পুলিশ অস্ত্রসহ গ্রেপ্তার করে সন্ত্রাসী ফাইভ স্টার জসিমকে। চার বছর স্বেচ্ছায় কারাবাস শেষে গত বছরের ২৭ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় জসিম। মুক্তির পর র‌্যাবের গাড়িতে চড়ে এই সন্ত্রাসী বাসায় ফিরেছিল বলে সে সময় অভিযোগ উঠেছিল।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন