21 April 2010

নারী নির্যাতনের মামলায় জামায়াত নেতার কারাদণ্ড



কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | তারিখ: ২১-০৪-২০১০


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের আমির ও বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক আক্কাস উদ্দিনের পাঁচ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড হয়েছে। কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ মুজিবুর রহমান নারী নির্যাতন, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত সোমবার এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের বদর মোকাররম এলাকার মৌলভী কামাল উদ্দিনের মেয়ে আয়েশা ছিদ্দিকা ২০০৮ সালের ২৮ মে ওয়াক্কাসের বিরুদ্ধে ওই মামলাটি করেন। বাদী আয়েশা ছিদ্দিকা বলেন, ‘ওয়াক্কাস ২০০৭ সালে আমাকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেন। পরে ভুয়া কাবিন করে আমাকে বিয়ে করেন। বিয়ের ছয় মাসের মাথায় তিনি আমাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। ২০০৮ সালের জানুয়ারিতে একদিন তিনি আমাকে পিটিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।’


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন