21 April 2010

নাটোরে জামায়াত নেতা গ্রেপ্তার




নাটোর প্রতিনিধি | তারিখ: ২১-০৪-২০১০


মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ্নিত করতে সভা করার অভিযোগে গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাটোর জেলা শাখার প্রচার সম্পাদক মীর নূরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তিনি নাটোর সিটি কলেজের বাংলা বিভাগের শিক্ষক।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার বকশি বলেন, শহরের সিটি কলেজে মানবতাবিরোধী অপরাধের বিচার বিঘ্নিত করতে গোপন বৈঠক করার অভিযোগে মীর নূরুল ইসলামকে তাঁর সদর উপজেলার হয়বতপুরের বাড়ি থেকে আটক করা হয়। আপাতত তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ (বুধবার) সকালে তাঁকে আদালতে হাজির করা হবে।

সভা করার অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিটি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন বলেন, গোয়েন্দা পুলিশ কলেজে এসে এ ধরনের ঘটনার কোনো সত্যতা খুঁজে পায়নি। তাঁর দাবি, রাজনৈতিক আক্রোশের কারণে মীর নূরুল ইসলামকে আটক করা হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন