31 March 2010

আবদুল আলীম ও মাওলানা কালাম নজরবন্দীঃ সন্দেহভাজন যুদ্ধাপরাধী আমির আলী গৃহবন্দী




প্রথম আলো ডেস্ক | তারিখ: ০১-০৪-২০১০


নোয়াখালীর সন্দেহভাজন যুদ্ধাপরাধী আমির আলীকে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। তাঁর বাড়ির সামনে গতকাল বুধবার থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। তাঁকে বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

জয়পুরহাটে সন্দেহভাজন যুদ্ধাপরাধী সাবেক মন্ত্রী আবদুল আলীমকে নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তাঁর দাবি, তিনি মুক্তভাবে চলাফেরা করছেন। এ ছাড়া ফরিদপুরের নগরকান্দা উপজেলার সন্দেহভাজন যুদ্ধাপরাধী বাংলাদেশ মসজিদ কাউন্সিলের পরিচালক ও জামায়াতের সাবেক নেতা মাওলানা আবুল কালাম আজাদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর ওপর নজরদারি করছেন।

নোয়াখালীতে গৃহবন্দী আমির আলী: নোয়াখালীতে আমির আলীকে গৃহবন্দী করে রেখেছে পুলিশ। তিনি পৌর এলাকার উত্তর ফকিরপুরে ‘মা মঞ্জিল’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকেন। গতকাল দুপুর থেকে ওই বাড়ির সামনে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, এক সপ্তাহ ধরে আমির আলীর ওপর নজর রাখছিল পুলিশ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল দুপুরে তাঁকে গৃহবন্দী করা হয়। তাঁর বাসার প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাঁচ সদস্যের একটি দল সেখানে আছে।

সন্দেহভাজন যুদ্ধাপরাধী হিসেবে তাঁর নাম সংবাদমাধ্যমে প্রচারিত হওয়া এবং তাঁকে গৃহবন্দী করা প্রসঙ্গে আমির আলী দাবি করেন, তিনি মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগ করতেন। তাই পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। তবে তাঁর জানামতে তিনি কোনো অপরাধ করেননি বলে দাবি করেন। এ ছাড়া বর্তমানে তিনি বিএনপির সমর্থক বলে জানান।

জয়পুরহাটে নজরবন্দী সাবেক মন্ত্রী আ. আলীম: জয়পুরহাটে সন্দেহভাজন যুদ্ধাপরাধী সাবেক মন্ত্রী আবদুল আলীমকে নজরদারিতে রেখেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে তিনি দাবি করেছেন, তিনি মুক্তভাবে চলাফেরা করছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানান, থানার যুদ্ধাপরাধীদের তালিকায় আবদুল আলীমের নাম আছে। তাছাড়া পত্রপত্রিকায় যুদ্ধাপরাধী হিসেবে তাঁর নাম আসছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর ওপর নজরদারি করছে।

তবে এ বিষয়ে জানতে চাইলে আবদুল আলীম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার কোনো বিধিনিষেধ পাইনি। মুক্তভাবেই চলাফেরা করছি।’

নগরকান্দার মাওলানা আবুল কালামের ওপর নজরদারি: ফরিদপুরের মাওলানা আবুল কালাম আজাদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজরদারি করছেন বলে তিনি জানিয়েছেন। মওলানা আবুল কালাম বর্তমানে ঢাকায় বাস করেন। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার ওপর নজরদারি করা হচ্ছে। অজ্ঞাত ব্যক্তিরা আমার গতিবিধির ওপর নজর রাখছে।’

যুদ্ধাপরাধের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। ১৯৭০ সালের নির্বাচনে নগরকান্দায় জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করেছিলাম। এ জন্য মুক্তিযুদ্ধের পর আমার বিরুদ্ধে দালাল আইনে তিনটি মামলা হয়েছিল। প্রতিটি মামলায় আমি খালাস পাই।’

[প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন নোয়াখালী ও ফরিদপুর অফিস এবং পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি]


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন