13 February 2010

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষঃ জামায়াত-শিবিরের ৮৬ নেতা-কর্মী দুই দিন করে রিমান্ডে



নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ১৪-০২-২০১০


চট্টগ্রাম নগরে গত শুক্রবার পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ৮৬ নেতা-কর্মীকে দুই দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল শনিবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হক তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল দুপুরের দিকে কড়া পাহারায় প্রিজন ভ্যানে করে নগরের বিভিন্ন থানার হাজতখানা থেকে জামায়াতের চট্টগ্রাম শাখার নায়েবে আমির আহসান উল্লাহসহ ৮৬ জনকে আদালতে হাজির করা হয়। কোতোয়ালি থানা পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। স্থান সংকুলান না হওয়ায় কোতোয়ালি ছাড়াও পাঁচলাইশ ও ডবলমুরিং থানা হাজতে তাঁদের রাখা হয়।

গতকাল রিমান্ডের শুনানিতে অংশ নিয়ে মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ায় জামায়াত-শিবির পরিকল্পিতভাবে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে। এ নীলনকশা বাস্তবায়নের উদ্দেশে নিহত মহিউদ্দিনকে তাঁদের দলীয় কর্মী বা সমর্থক বলে দাবি করছে। অথচ মহিউদ্দিনের পরিবার বলছে, তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। শুক্রবার জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আসামিদের পেছনের ইন্ধনদাতা বা গডফাদারদের বের করতে গ্রেপ্তারকৃতদের রিমান্ড মঞ্জুর করা প্রয়োজন।

রিমান্ডের আবেদনের বিরোধিতা ও জামিনের আবেদন জানিয়ে আসামিপক্ষের আইনজীবীরা আদালতে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিরীহ মানুষকে ধরে এনেছে। এর মধ্যে পথচারী যেমন রয়েছে, তেমনি রয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র।’

গতকাল জামায়াত-শিবির নেতা-কর্মীদের আদালতে আনা-নেওয়ার সময় প্রায় পাঁচ প্লাটুন পুলিশ ও দাঙ্গা পুলিশ পুরো আদালত এলাকা ঘিরে রাখে। এ সময় আইনজীবী ও সাংবাদিক ছাড়া আর কাউকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন