13 February 2010

বানিয়াচংয়ে জামায়াতের কর্মীদের হাতে তাফসির মাহফিলের বক্তা লাঞ্ছিত

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি | তারিখ: ১৪-০২-২০১০


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন তাফসির মাহফিলের একজন বক্তা। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই ঘটনায় উপজেলার আদর্শ বাজারসংলগ্ন আরসিপাড়া মাঠে মাহফিল পণ্ড হয়ে যায়। ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল শনিবার বিকেল তিনটায় স্থানীয় শহীদ মিনার চত্বরে মাওলানা আবদুল সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশ শেষে জুতা মিছিল হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তকবজখানী রঘু চৌধুরীপাড়া যুবসমাজের উদ্যোগে স্থানীয় মাঠে দুই দিনব্যাপী তাফসির কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছিল। শুক্রবার দিবাগত রাতে মাহফিলের শেষ দিনের বক্তা ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈফী। তিনি বক্তব্যের একপর্যায়ে কোনো দলের নাম উল্লেখ না করে বিভিন্ন বই-পুস্তকে ইসলামকে অবমাননা করা হয়েছে বলে উল্লেখ করেন। তিনি তাহফীসুল কোরআন নামে জামায়াত ইসলামীর একটি পুস্তক থেকে উদাহরণ দেন। একপর্যায়ে তাফসির মাহফিল আয়োজক কমিটির দু-তিনজন ওই বক্তাকে এ বক্তব্য দিতে নিষেধ করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, দেলোয়ার হোসেন সাঈফী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার পরপরই একদল লোক ‘ধর ধর’ বলে তাঁর ওপর চড়াও হয়। উপজেলা জামায়াতের আমির কাজী আবদুর রাজ্জাকের নেতৃত্বে ওই দলে ছিলেন দলের কর্মী আদুল আলীম, রেদোওয়ানিয়া মাদ্রাসার শিক্ষক আতাউর রহমান, শিবির কর্মী আবু ছালেহ, আসাদুরসহ ১৫-২০ জন। তাঁরা বক্তাকে টেনেহিঁচড়ে লাঞ্ছিত করেন। স্থানীয় লোকজন ওই বক্তাকে উদ্ধার করে মাঠের পার্শ্ববর্তী একটি বাড়িতে রাখেন। পরে পার্শ্ববর্তী রেদোয়ানিয়া মাদ্রাসা থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা ওই বাড়িটি ঘিরে ফেলেন। এভাবে প্রায় দেড় ঘণ্টা ওই বক্তা অবরুদ্ধ ছিলেন।

বানিয়াচং থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেন সাঈফীকে উদ্ধার করে বড় বাজার দারুল কোরআন মাদ্রাসায় পৌঁছে দেয়।

মাহফিলের বক্তা দেলোয়ার হোসেন জানান, তিনি জমিয়তে উলামায়ে ইসলামের চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক। তিনি কোনো দলের নাম উল্লেখ করে বক্তব্য দেননি বলে জানান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা কাজী আবদুর রাজ্জাকের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি মাহবুবুর রহমান বলেন, ওই ঘটনায় জামায়াত-শিবিরের কোনো সংশ্লিষ্টতা নেই।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন