15 February 2010

শাহবাগ এলাকায় গ্রেপ্তার শিবিরের ৮ কর্মী ছয় দিনের রিমান্ডে




আদালত প্রতিবেদক | তারিখ: ১৫-০২-২০১০


রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া শিবিরের আট কর্মীকে আজ সোমবার ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া আরও ১৩ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। কাল মঙ্গলবার তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ধার্য করেছেন আদালত। অন্যদিকে, শ্যামপুর থানায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর দুই কর্মীকে আজ জামিন দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম শামীমা পারভীন এ আদেশ দেন।

মহানগর হাকিম মমিনুল হাসানের আদালতে দারুস সালাম থানার চারজন এবং মিরপুর মডেল থানার ছয়জনকে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে। এই ১০ জনের জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, মহানগর হাকিম শামীমা পারভীনের আদালত শ্যামপুর থানায় গ্রেপ্তার হওয়া জামায়াতের দুই কর্মীকে ১০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় জামিনের নির্দেশ দেন। আসামিরা হলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সদরঘাট শাখার শিক্ষানবিস কর্মকর্তা আবদুল হামিদ এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রারের কার্যালয়ের নিম্নমান সহকারী শহীদুল ইসলাম। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে রাষ্ট্রপক্ষ তাঁদের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান।

গতকাল রোববার রাতে জুরাইন এলাকায় আদি বনফুল মিষ্টির দোকানের সামনে থেকে ‘মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর বাংলাদেশ-ভারত চুক্তি ও যুক্ত ঘোষণা জনগণ মানে না—বাংলাদেশ জামায়াতে ইসলামী’ নামক ১৭টি বইসহ র্যাব-১০-এর সদস্যরা তাঁদের গ্রেপ্তার করেন। তাঁরা নিজেদের জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী বলে স্বীকার করেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন