নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা চালানোর কথা স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ। হরকাতুল জিহাদের একাংশের নেতা মুফতি হান্নানকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ সম্পর্কে নিশ্চিত হয়েছে।
সিআইডি সুত্র জানায়, সিলেট গুলশান হোটেলের সামনে মেয়র কামরানের ওপর হামলা চালাতে গ্রেনেড সরবরাহ করেন মুফতি হান্নান। হরকাতুল জিহাদের ক্যাডার শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপনের হাতে তিনি চারটি গ্রেনেড তুলে দিয়েছিলেন।
সিআইডির আবেদনের পারিপ্রেক্ষিতে গ্রেনেড হামলা মামালায় সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালত গত বুধবার মুফতি হান্নানের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এরপর বৃহস্পতিবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত তাঁকে সিআইডি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিলেটে সিআইডির পরিদর্শক (ইন্সপেক্টর) জুবায়ের আহমেদ জানান, গতকাল শনিবার বিকেল চারটায় মুফতি হান্নানকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে কারাগারে নেওয়া হয়। তিনি জিজ্ঞাসাবাদে গ্রেনেড হামলা চালানোর কথা স্বীকার করেন।
২০০৪ সালের ৭ আগস্ট রাতে ওই গ্রেনেড হামলায় ঘটনাস্থলে নিহত হন সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং আহত হন ২০ জন।
No comments:
Post a Comment
মন্তব্য করুন