12 February 2011

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ফারুক হত্যা মামলার তদন্তে গাফিলতি, তিন পুলিশ কর্মকর্তাকে নোটিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১২-০২-২০১১

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী ও গণিত বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলার তদন্তে গাফিলতির অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে তিন দিন আগে এ নোটিশ জারি করা হলে গতকাল শুক্রবার রাতে বিষয়টি জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তৎকালীন উপকমিশনার (রাজশাহী-পূর্ব) প্রলয় কান্তি সরকার, সহকারী পুলিশ কমিশনার এম শাখাওয়াত হোসেন ও মামলার তৎকালীন তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সোহেল রানা বর্তমানে মতিহার থানায় কর্মরত থাকলেও শাখাওয়াত হোসেন বর্তমানে গোপালগঞ্জ ও প্রলয় কান্তি সরকার মাগুরা জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। কারণ দর্শানোর নোটিশ রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন