21 July 2010

একজনের নিখোঁজ বিষয়ে রুল: জামায়াত-শিবিরের ১৭৩ নেতা-কর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২২-০৭-২০১০

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনা, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরায় দায়ের করা পৃথক মামলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৭৩ জন নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোর্তজা নিখোঁজ থাকার বিষয়ে গতকাল বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রুল জারি করেন। রুলে গোলাম মোর্তজাকে বেআইনিভাবে আটক করে রাখা হয়নি, তা নিশ্চিত করতে কেন তাঁকে আদালতে হাজির করা হবে না, তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সাত দিনের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনে দাবি করা হয়, ১৪ জুলাই পল্টন থেকে ধানমন্ডিতে যাওয়ার পথে মোর্তজাকে পুলিশের পরিচয়ে সাদা পোশাকধারী লোকজন আটক করে। এর পর থেকে তাঁর সন্ধান পাওয়া যাচ্ছে না। তাঁর অবস্থান জানতে নির্দেশনা চেয়ে মোর্তজার ভাই আবু কাউসার মোহাম্মদ শামসুজ্জামান হাইকোর্টে রিটটি (হেবিয়াস করপাস) করেন। গতকাল শুনানি শেষে আদালত রুল জারি করেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম।

আগাম জামিন: খুলনা, কুষ্টিয়া ও যশোরের জামায়াতের ১২২ জন নেতা-কর্মী আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক দুই মাসের জন্য তাঁদের আগাম জামিন দেন। একই সঙ্গে কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির রফিকউদ্দিন আহমেদ, খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম কুদ্দুস প্রমুখ।

জানা যায়, গত ২৯ জুন জামায়াতের শীর্ষস্থানীয় তিন নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন জেলায় পৃথক মামলা করা হয়।

পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ জামায়াতের সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আমির মোহাদ্দেস আবদুল খালেকসহ জামায়াতের ৫১ জন নেতা-কর্মীর চার মাসের আগাম জামিন মঞ্জুর করেন। সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জুলাই তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এ মামলা হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন