14 July 2010

নরসিংদীতে শিবিরের ১৩ নেতা-কর্মী ২ দিনের রিমান্ডে


নিজস্ব প্রতিবেদক, ভৈরব | তারিখ: ১৪-০৭-২০১০

নরসিংদী শহরের একটি ছাত্রাবাস থেকে গ্রেপ্তার হওয়া শিবিরের ১৩ নেতা-কর্মীকে গতকাল মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

নরসিংদী সদর মডেল থানার এসআই আনোয়ার হোসেন জানান, গতকাল নরসিংদী শহর ছাত্রশিবিরের সভাপতিসহ ১৩ নেতা-কর্মীকে নরসিংদীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের জন্য রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার শিবিরকর্মীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

No comments:

Post a Comment

মন্তব্য করুন