Thu, Jul 29th, 2010 7:03 pm BdST
চাঁদপুর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াত ও এর সহযোগী সংগঠন ছাত্রশিবিরের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শৃঙ্খলা ভঙ্গ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের অনন্যা মার্কেট ও কালীবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন- চাঁদপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আরিফ উল্লাহ (৪০), শিবিরকর্মী মজিব উল্লাহ (২৫) ও সাত্তার হোসেন (২৪)।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ সাংবাদিকদের জানান, দুপুরে শহরের অনন্যা মার্কেট এলাকায় হঠাৎ করে জামায়াতের নেতা-কর্মীরা একটি মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ ওই এলাকা থেকে জামায়াত নেতা আরিফ উল্লাহকে আটক করে।
বিকাল ৫টার দিকে কালীবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই শিবির কর্মীকে।
শৃঙ্খলা ভঙ্গ, ধংসাত্মক কার্যকলাপ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে এসআই মনির জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন