বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম | তারিখ: ১৭-০২-২০১০
চট্টগ্রাম বিশ্ববিদ্যা-লয়ের ছাত্র এ এ এম মহিউদ্দিনের হত্যা-কারীদের সনাক্ত বা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য পায়নি পুলিশ। রিমান্ডের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবারও নতুন কোনো তথ্য দেননি হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী মোহাইমেনুল ইসলাম। এ কারণে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের জন্য গতকাল রেলপুলিশ আবেদন করেছে।
রেলওয়ের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মোহাইমেনের পাঁচ দিনের রিমান্ড শেষ হলে আগামী শনিবার থেকে সিআইডি এ মামলার তদন্ত শুরু করবে। উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মামলাটি মঙ্গলবার সিআইডিতে দেওয়ার জন্য আমি আবেদন করেছি।’
গত বৃহস্পতিবার রাতে ষোলশহর রেলস্টেশনে রাজনীতিবিজ্ঞানের ছাত্র মহিউদ্দিন নৃশংসভাবে খুন হন। পরদিন নিহতের বাবা মো. ফজলুল কাদের বাদী হয়ে চট্টগ্রামের রেলওয়ে থানায় হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের অন্যতম প্রত্যক্ষদর্শী মোহাইমেন। হত্যাকাণ্ডের আগে একই স্থানে সন্ত্রাসীদের হামলায় আহত হন তিনি। ঘটনার পর তিনি তিন দিন আত্মগোপনে ছিলেন। গত রোববার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম আসাদুজ্জামানের নেতৃত্বে উচ্চপর্যায়ের একদল কর্মকর্তা গতকাল পাঁচলাইশ থানায় গিয়ে মোহাইমেনকে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁরা মোহাইমেনকে নিয়ে ষোলশহর স্টেশনের ঘটনাস্থলে যান। সেখানে মোহাইমেন হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনার বর্ণনা দেন।
ডিআইজি আসাদুজ্জামান বলেন, ‘মোহাইমেন কিছু তথ্য এড়িয়ে যাচ্ছেন বলে আমার সন্দেহ হচ্ছে। তাঁর এড়িয়ে যাওয়া কথাগুলো আমরা বের করার চেষ্টা করছি। আশা করি, পাঁচ দিনের রিমান্ডে সেটা বেরিয়ে আসবে।’
মানববন্ধন আজ: মোহাইমেনের মুক্তি দাবি এবং তাঁর ওপর নির্যাতন-হয়রানি বন্ধের দাবিতে সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিবারের পক্ষ থেকে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেওয়া হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন