রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১৬-১১-২০০৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলে গত শনিবার রাতে তল্লাশি চালিয়ে ককটেলসহ শিবিরের নেতা হাসমত আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শিবির-নিয়ন্ত্রিত একটি কক্ষ থেকে এক বোতল গান পাউডার উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মো. সানোয়ার ও মো. পারভেজের নেতৃত্বে শিবিরের ২৫-৩০ জন কর্মী আবদুল লতিফ, শাহ মখদুম ও আমীর আলী হলের সামনে মহড়া দেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরের মুখোমুখি অবস্থান নিতে থাকেন। খবর পেয়ে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা ও হল প্রশাসনের উপস্থিতিতে পুলিশ ওই তিন হলে তল্লাশি চালায়। এ সময় আবদুল লতিফ হলের ২০৩ নম্বর কক্ষ থেকে ওই হলের শিবিরের সভাপতি হাসমত আলীকে একটি ককটেলসহ গ্রেপ্তার করা হয়। এ ছাড়া শিবির-নিয়ন্ত্রিত ৩২৯ নম্বর কক্ষ থেকে গান পাউডার উদ্ধার করে পুলিশ। একই সময় শাহ মখদুম হল থেকে ২৫ জন অনাবাসিক ছাত্রকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। তবে আমীর আলী হল থেকে কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি শামসুল আলম বলেন, হলে শিবিরের নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে।
প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া তল্লাশি ও গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ককটেল ও গান পাউডার উদ্ধার এবং শিবিরের নেতা হাসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন